আরে মশাই প্রেমের কবিতা যে লিখব -
তার রসদ কই ?
একটা প্রেমিকা দরকার -
ভালো প্রেমিকা-
তা এ বয়সে তাও দূর্লভ -
ত্রিশ বত্রিশ তারা হয় ঘরনী
নয় প্রেমিকা হওয়ার রূপ নেই ।
আর যাকে ভালো লাগে -
লাল শাড়ি লাল টিপ -
দীর্ঘাঙ্গী শ্বেতশুভ্র তনু-
মৃদু ভাষিনী তম্বী -
সেতো কোন এক ঘরের বধু ।
আর বউ ?
সেতো এখন রনচন্ডী
দূর্গতি নাশিনী দূর্গা-
তাকে নিয়ে কবিতা লিখলে
বলবে আদিখেত্যা-
কি করি ? তার ওপর
দেশে দেশে আগুন-
অলিতে গলিতে ভয়
মাঠে ঘাটে ধর্ষণ-
রাজনৈতিক অত্যাচার -
ডিটেনশন ক্যাম্প-সুধু টেনশন
এতে কি প্রেমের কবিতা লেখা যায় ?
=====