।।প্রেমের পরাগে।।
  দেবপ্রসাদ জানা
   ০৫.১২.২০২০


ভিতরে ভিতরে টের পাই প্রতিদিন।
একটু একটু করে কাঠ পোকাদের
দল,বিঁধিয়ে দিয়েছে,তীক্ষ্ণ আলপিন,
বেশ বুঝতে পারছি,বেদনা দেহের।


করতলে বাঁকা চাঁদ,আকাশের নিচে
কালো মেঘ,অন্ধকারে মৃত্যুর নিঃশ্বাস।
সুন্দরের হাত ছুঁয়ে,আঁধারের পিছে-
ঘুরি প্রতিদিন,তার শাস্তি সর্বনাশ।


ভুলে যেতে হবে সব,ভাঙতে ভাঙতে।
হৃদয় ভেঙেছে,রক্ত পড়ছে প্রত্যহ।
মনের কপাট খুলে,যেদিন আসতে-
ভালোবাসা কেঁদেছে যে,নিত্য অহরহ।


ক্ষমাহীন অপরাধ,কঠিন আবেগে-
অগুনতি অনুযোগ প্রেমের পরাগে।