।।পৃথিবী আজ রুগ্ন।।

ও আকাশ শুনছ বাতাসের গায়ে ভাইরাস।
ও আকাশ শুনছ পৃথিবীর আজ উঠেছে নাভিশ্বাস।
ও আকাশ আমাকে তুমি সঙ্গে নাও
বাতাসে লেগে সংক্রামক রোগ।
চেনা পাখি গুলো আর উড়ছে না।
বাতাসের গায়ে ভর করে।
ও আকাশ শুনছ করোনার সাথে জড়াজড়ি করে
এনেছে দুর্ভোগ।
পথ প্রান্তরে প্রহরী বট আজ ছায়াহীন।
নগ্ন পথ বিস্তৃত মাঠ আজ কোলাহল হীন।
ইচ্ছের দূরন্ত টগবগে ঘোড়ার মুখে মৃত্যুর ফেনা।
বাতাসের সাথে উড়তে উড়তে বৃদ্ধ মেঘেদের মৃত্যু।
মেঘেদের ফুসফুসে করোনার বাস।
ও আকাশ শুনছ লুকিয়ে পড়ো
আক্রান্ত মেঘেরা করোনা নিয়ে তোমার দিকে ধেয়ে আসছে।
শিশুমেঘ বাতাসের সাথে খেলছিল হঠাৎই ঝরে গেল বৃষ্টি হয়ে।
পৃথিবীর বুকে নেচে বেড়াচ্ছে মারন ভাইরাস।
মহাকাশেও ধেয়ে আসছে।
রক্ষা করো,রক্ষা করো কচি কচি গ্রহ উপগ্রহ দের।
বোঝনি অন্তর্গত শুন্যতায় পৃথিবী আজ রুগ্ন।