প্রকৃতির ঘরে
দেবপ্রসাদ জানা
    ৩.৬.২০২১


আকাশে নদীতে মিশে,করে কানাকানি।
ভোর ভোর চিত্তচোর,কলম সৈনিক।
ভোরের বাতাস কহে,নদী কলঙ্কিনী।
উঠে লিখি ভোরবেলা,কবিতা দৈনিক।


রক্তরাগে ক্ষত নীল,মেঘের ছায়ায়,
অনন্তে বিলীন যেন,স্তব্ধতার নীড়ে।  
ক্ষণস্থায়ী সন্ধিক্ষণ,গভীর মায়ায়,
সানন্দে জেগেছে সূর্য,সাগরের তীরে।


নতুন রঙের রবি,লিখেছে কবিতা-
হৃদয়ের ভালোবাসা,খাতার পাতায়,
অক্ষরে অক্ষরে বাড়ে,কবিতার খাতা,
কখনো আনন্দ ঢেলে,কখনো ব্যথায়।


কবিতা কথনে ভোর,আসে নদী তীরে।
পুবের আকাশে নীল,লাল হয় ধীরে।।