প্রথম বৈশাখ
দেবপ্রসাদ জানা
  ২১.৪.২০২১


বসন্ত মার্জিত নেশা,কুঞ্জবন জুড়ে,
গাঢ় সবুজের বনে, ময়ূরী চঞ্চল।
কুহুতান কোকিলের,রাতজাগা ভোরে,
নয়নে কাজল দিয়ে হরিনী প্রাঞ্জল।


রবি ঠাকুরের গানে,মাতয়ারা দিন।
দোরে দোরে আলপনা রঙিন বৈশাখে
কুলোয় আঁকা বৈশাখ,অকারন ক্ষীন।
নয়া প্রভাতী হাওয়া,গায়ে নিয়ো মেখে।


খোয়াই নদীর গান,ভেসে ভেসে আসে
পাহাড়ি ঝর্ণার তালে,নাচে শালবন।
কাঞ্চনের দরাদরি, বৈশাখের মাসে,
নতুন বছর আসে,নবীন বরণ।


কৃষ্ণচূড়া পুষ্পদলে,রঙ মাখামাখি,
ভোরের সকাল কয়,নববর্ষ নাকি?