প্রতিবাদ।


আমি প্রতিবাদ করিনি।
যখন তোমাকে কেউ
আড়চোখে দেখে।
আমি প্রতিবাদ করতে পারিনি
যখন কেউ অশ্রাব্য ভাষায়
অশ্লীল উক্তি করেছে।
আমি প্রতিবাদ করতে চাইনি
যখন কেউ প্রকাশ্যে রাস্তার
উপরে তোমার সতীত্ব হরন
করেছে।
আমি কাপূরুষ।
আমি প্রতিবাদ করিনি।
যখন বাসে তোমার পেছনে
চেপে দাঁড়িয়ে মজা নিয়েছে।
আমি প্রতিবাদ করিনি।
যখন তোমার চলতি পথে তোমাকে ধাক্কা দিয়ে -
তোমার শরীরের উষ্ণতা
অনুভব করেছে।
আমি প্রতিবাদ করিনি।
যখন তুমি ব্লাউজের মাপ
নেওয়ার অজুহাতে, তোমার
উন্নত বুকের আবেশ নিয়ে ছে।
আমি প্রতিবাদ করিনি।
যখন তুমি আয়নার সামনে
পরিধান করেছ।
আমি প্রতিবাদ করিনি।
রাস্তায় বাইক থামিয়ে,
চারজনে তোমাকে টানাটানি
করেছে।
আমি প্রতিবাদ করিনি।
ওয়াটস্অ্যাপ ফেসবুকে
তোমায় অপরিচিত লোক
তোমায় প্রেম নিবেদন করেছে।
আমি প্রতিবাদ করিনি।
তোমার বন্ধু, তোমার মনে
আলোড়ন করেছে।
আমি প্রতিবাদ করিনি।
আমি কাপূরুষ।
প্রতিবাদ করি নি।
====