এক এক সময় ইচ্ছে হয়-
কল্যাণী রোডে গাড়ির তলায়
ঝাঁপ দি।
সাধের স্কুটিটাকে নিয়ে
ষোল চাকার লরির ভেতর -
দেখি কেমন লাগে।
মাথার ওপর দিয়ে চাকার দাগ  
ভালো লাগবে তোমার?
রক্তাক্ত দেহ খানা মুন্ডুহীন -
হাত পা গুলো দোমড়ানো -
ভালো লাগবে- তোমার?
কখনো মনে হয় বাড়ির
চিলেকোঠার ছাদ দিয়ে
লাফ মারি -
মাথায় একটা চোট
ব্যস !  
কখনো ভাবি যাই ওই
গঙ্গার জলে ডুবদি।
না গঙ্গা আমায় নেবে না।
মা যে।
এক পাত্র বিষ ঢেলে নি মুখে।
একটু কষ্ট - তার পর শেষ।
না হারিয়ে যাই -
অরণ্যের গহন অন্ধকারে।
আদিম অরণ্যবাসী দের
সহজ সরল পরিবেশে।
গাছের ছালে গোপন অঙ্গটি
ঢেকে
জ্যোৎস্নায়  বসি পড়ি।
আর বলি চিৎকার করে।
নারী তুমি বড় বেদনার -
আমার অলক্ষে
আমার ই চিতা সাজাও।
আমি নিত্য তোমার বন্দনা করি।
এই সুন্দর সন্ধ্যায়।
তোমার কাছে মাথা নত করি।
কোমলতা হীন তোমার
অক্ষিকূট, অক্ষিগোলক
আমি তৃষ্ণার্ত।
তোমার পিপাসায় আকণ্ঠ উন্মাদ।
আমি ক্ষোভে
তোমার প্রেমিককে পরাজিত করে
তার প্রেয়শীর দেহ মুলে
প্রবেশ করেছি অনায়াসে
কেন?
পানশালায়, রাত্রিবেলা -
আকন্ঠ মদ্যপান করেছি।
তুমি যাকে মন দিয়েছ?
তার হৃদয়ে ঢেলেছি
আমার ই জ্বলন্ত রোষানল।
তোমার তৃষ্ণায় তৃষ্ণার্ত
আমি।
ভাবছ -
পাপ !
এখানে কোন পাপ নেই,
শুধু প্রতিহিংসা।
  
======