পুজো পুজো গন্ধ
দেবপ্রসাদ জানা
৫.৮.২০২১


বাহিরে খেলিছে রোদ সবুজের বনে।
গালিচা শিশির মাখা,শরৎ বাতাসে।
বাইরে বিপদ তবু ,এসেছে স্মরণে,
শারদীয়া হাঁক দেয়,মহালয়া আসে।


টগবগে ঘোড়া ছোটে,তেপান্তর মাঠে,
পুজো পুজো গন্ধে ভরা,হালকা বাতাসে।
শারদ শিশির পায়ে,সেই মাঠে হাঁটে।
ধুলোয় পড়া শিউলি,গন্ধ দিতে আসে।


ঝিরঝিরে বাতাসের,সাথে মিশে গান।
মাদকীয় নেশা লাগে কাশফুল বনে।
নানা রঙে চারদিক  ঈশ্বরের দান।
সাদামন সাদামেঘে,ওড়ে ক্ষনে ক্ষনে।


চির নতুন সুন্দর, শরতের মাস।
এত বাধা চারিদিকে,তবু মাকে চাস?