আপনি যখন হাসপাতালে
সি সি টিভি আওতাধীন।
তখন আপনি তুষ্ট।
আপনি যখন মলে
তখন আপনি ভদ্র।
আপনি যখন থানায়
ভদ্রতা ভারি মানায়।
আপনি যখন টিকিট কাটেন রেলে -
তখন আপনি শিষ্ট।
আপনি যখন বড় হোটেলের রিসেপশনে -
তখন আপনি বেশ -
যখন আপনি গাড়ি করে
সিগনালে দাঁড়িয়ে থাকেন
তখন ভারি শান্ত।
কারণ কেউ আপনাকে ছবি করে রাখছে।
কেউ আপনাকে দেখছে
কেউ আপনাকে চিনছে।
কিন্তু আপনি যখন রিক্সায় ওঠেন
যখন আপনি বাসে চড়েন
যখন আপনি বাজারে যান
যখন আপনি ট্রেনে চড়েন
তখন?
কেউ দেখে না?
তাই না?
আরে মশাই দেখার জন্য
সারাক্ষনের লোক আছে।
সে সব দেখছে-
তার অতি স্বচ্ছ সি সি ক্যামেরা -
কয়েক হাজার কোটি মেগাফিক্সেল
খুটিনাটি,সব ছবি করে রাখছে।
পাপ পূন্য,ভদ্রতা অভদ্রতা,রুচি অরুচি
সব -ক্যামেরা বন্দী হচ্ছে
সব হিসাব হবে।
ওপরে নয় এখানে।
===