সামনে একটা প্রদীপ জ্বালো
সফত করো।
হ্যাঁ সফত করো
ভুলে যাওয়া সুগন্ধি ফুলের
গন্ধের মতো ভুলে যাবে সব।
বলো আর কোনো দিন -
হ্যাঁ আর কোনোদিন
বলবে না ভালোবাসি না।
বলবে না তোমাকে -
কখনো মনে পড়ে না |  
বলবে না আমি আজো
অরিন্দমের।
হাওয়ার ঝলকে কখনো
যদি মনে আসে
কৃষ্ণচূড়ার উদ্ধত লাল
আভাসের মতো।  
মনে কোরো তোমার
দুই মেয়ের মুখ -
আর যদি মেঘের কালো ছায়া
মনের কুটিরে বাসা বাঁধে -
সন্ধেহের ভুত-
আকাশের করুণ শ্বাস লাগে
একাকিত্বে -
স্মরণ কোরো বাবা মাকে -
সফত করো প্রদীপ জ্বালো
বলো-
আর কোনোদিন
বলবে না - আমি তাকে আমার
গোপন সব কিছু দিয়েছি।
বোলো না -
বোলো না সে আমাকে
ব্লাকমেইল করছে -
টাকা চাইছে।
হ্যাঁ টাকা এক সময় দিয়েছি।
কিন্তু কেন? বলতে পারব না।
হয়তো একটা টান অনুভব
করেছিলাম।
হয়তো তার বিপদ আমার
বিপদ ভেবেছিলাম।
আজ আর কোনো
ফিলিংস্ নেই।
আমি তোমায় ভালোবাসি
বাসতাম ও-
কিন্তু কেন যে এমন হলো।
বুঝতে পারি নি।
আমি স্বামী সন্তান নিয়ে
থাকতে চাই -
আমি তোমাকে চাই।
হলুদ রঙের সূর্য যেমন
লাল হয়ে অস্ত যায় -
ভুলে যায় দিনের কথা
তুমিও ভুলে যাবে সব
সফত করো।
সব ঝড় চলে গেছে।
গত এক বছরে।
হ্যাঁ বেদনা তোমাকে দিয়েছি
তার প্রতিদানে শাষ্তিও কি
পাই নি? বলো -
তবে কেন আর মনে রাখো ?
ভুলে যাও সব।
মনে আসুক কোমল,
সবুজ স্তব্ধতা।
শান্তি।
  
======