সনেট (শেক্সপিয়ারীয় রীতি)
[কখকখ, গঘগঘ, ঙচঙচ, ছছ]


।।সমান সমান।।
দেবপ্রসাদ জানা
  ০১.৯.২০২০


সব হৃদয়ের নিচে মস্ত আস্তাকুঁড়,
অসহায় মানবের যে মস্ত হৃদয় ।
তাদের হৃদয় কত যে মিষ্টি মধুর
ভুলে গেছে আমাদের,পাথর হৃদয়।


যার ঘরে আলো নেই আঁধার সর্বদা
তার ঘরে বাস করে রাতের জোনাকি
কারো ভাগ্যে গাড়ি বাড়ি কারোর ইরাদা।
সমবন্ঠন এরই নাম,তোমরা জানো কি?


অর্ধেক মানুষ থাকে আকাশের নিচে।
ফুটপাতে ঝুপড়িতে,লাইনের ধারে।
স্বপ্ন নয় বাস্তব তা, দেখ তারা আছে।
মুরগীর ছাঁট সেদ্ধ, কিনে আনে ধারে।


"আমরা সব সমান", বক্তা ময়দানে।
তোমার কত সম্পত্তি,তারা কেউ জানে?