তাকিয়ে  থেকো না
মুখের দিকে —সামনে দেখো
সময় আসছে -সময় কেন?
দুঃসময় -
শুকনো পৃথিবী নিয়ে।
রুক্ষ জমি, শুকনো বাতাস —
মাঠের ফাটল, ক্ষরা,
জলহীন পুকুর,
বৃক্ষহীন,
রুক্ষ পৃথিবী।
সময় আসছে।
ভোঙুর পর্বত মালা নিয়ে।
পৃথিবীর অন্তরের গলিত লাভা
তৈরী করছে সময়।
যে সবুজ বরণ চাদর পৃথিবীর  গায়ে জড়ানো ছিল -
শত ছিন্ন হয়েছে আজ।
বড় তপ্ত বাতাস লেগেছে
পৃথিবীর গায়।
বৃষ্টির জল !
শিশিরের জল!
বরষার মেঘ!
হারিয়েছে।
কাস্তের মতো বাঁকা,
চোখে–  চেয়ে আছো —
কত রাত — কতদিন থাকবো আর।
সময় আসছে।
পৃথিবীর অন্তর হতে নিঃশেষিত করেছে জীবন।
জল,পানী,যা বলো না কেন।
কিচ্ছু এসে যায় না।
ক্ষেতে ক্ষেতে মৃত্তিকার
নমনীয়তা মুছে  -
সময় আসিতেছে —
শস্য নির্মূল করে তবে যাবে-তবে
তুমি কেন রয়েছ দাঁড়িয়ে
একা একা
মৃত বৃক্ষতলে।
সময় গিয়েছে কত–  
বৃদ্ধ হয়েছে পৃথিবী
ক্ষমতাহীন।
চেয়ে থেকো না।
সত্যি -
  
======