ওরা আমাকে সঙ্গী হারা করছে, রক্ষীহারা ও।
ওরা আমাকে অপমান করেছে।
আমি তোমাদের দরজায় দরজায় হন্যে হয়ে ঘুরছি।
কেন তোমরা আমাকে আপ্যয়ন করতে অস্বীকার করছো
আমি এই নিঃসঙ্গ অন্ধকারে -
বড় একা হচ্ছি।
আমার অস্তিত্ব লোপ করে দিতে চাইছে ওরা।
তুমি আমাকে জায়গা দাও।
হাত বাড়াও।
হাত বাড়াবে না?
তোমরাতো এমন ছিলে না?
তোমরা প্লেগ নিয়েছো
তোমরা কলেরা নিয়েছো
ফ্লু ও নিয়েছ আপন করে।
শুধু করোনাকে ভয়?
দূরে সরিয়ে রাখছ কেন?
কাছে এসো, বের হও বাইরে।
আমি অপেক্ষা করছি।
এ কোন বিপ্লব করতে চাইছ তোমরা?
কোন যুদ্ধ করবে রক্ত ছাড়া।
মৃত্যু ছাড়া।
পারবে না, পারবে না।
তোমাদের মধ্যে ই বিশ্বাস ঘাতক আছে।
মীরজাফরের মতো।
সে দেবে আশ্রয় আমাকে।
তারপর পুরো মানব জাতি আমার মুঠোর মধ্যে চলে আসবে।
ধ্বংস হবে একটা একটা করে
দেশ।
পুরো পৃথিবীটাতে আমি একা রাজত্ব করব আমি।
তারপর দেখবো এই গুমোর কোথায় পাও?