।।সেই অন্ধকারে।।
  দেবপ্রসাদ জানা
     ৮.১১.২০২০


সবাই যখন আলো নিয়ে খেলা করে,
নিয়নের আলো বুকে করে পথ চলে,
জোছনায় পাশাপাশি,আমি অন্ধকারে
খুঁজি তারে,গঙ্গা পাড়ে,বট বৃক্ষ তলে।


প্রবল ঘৃণায় কাঁপে,আকাশের চাঁদ।
আমাকে দেহের মধ্যে,আষ্টেপৃষ্ঠে ধরে
খেয়েছো অমৃত সুধা,ভেঙ্গে ছিল বাঁধ,
আমার ষোড়শী দেহে,রসাল অধরে।


বুঝিনি সেদিন আমি,তোমার নজরে,
আমার সদ্য যৌবন। বিশ্বাসে ঐ হাতে
রেখেছি আমার হাত,অন্ধ কারাগারে,
যেখানে করুণা নেই,দয়া নেই রাতে।


নষ্ট দেহটার জন্য, ঘোর অন্ধকার ।
নষ্ট করল যে,তারে আলোর বাহার।