।।শেষের স্বপ্ন।।
দেব প্রসাদ জানা
  ১৫.১২.২০২০


বন্ধু স্বপ্ন দেখো রোজ,ওটা না দেখলে
সামনের পথে তুমি,এগোবে কি করে?
মাঝেমধ্যে দেখো,রোজ নাইবা দেখলে।
সাহস রেখো তোমার,মনের গভীরে।


পঞ্চাশ বছর কেটে গেল অনাদরে,
এই শরীর চায় নি,কিছু কোনদিন-
ক্রমাগত পরিশ্রমে,আর অনাহারে
পরিশ্রান্ত অসুস্থতা,দিন প্রতিদিন।


স্বপ্ন আসে না এখন,তেনারা আসলে
মৃত্যুভয়,এই বুঝি,শেষ তরী ডোবে।
যমদূত দরজায় কড়া নেড়ে বলে-
চলো প্রিয়,আর কাজ নাই এই ভবে।


কি কাজ করেছি?শুধু স্বপ্ন দেখে গেছি।
পাওয়ার থেকে আজ,বেশী হারিয়েছি।