মানুষের পেটে আছে
কতরকম যন্ত্র।
আছে কত নলি নালা
আছে কত অন্ত্র।।
লিভার আছে হৃদয় আছে
আছে ফুসফুস।
গোলাপের মত আছে
হার্ট ফুলটুস।
রক্ত চলার ধমনী আছে
তাতে রক্ত ভর্তি।
লিভারের গায়ে আঁকা
গনেশের মুর্তি।
ফুসফুস একজোড়া
সোজা যোগ হৃদয়ে।
শ্বাস নাও জোরে জোরে
রোগ যাবে বিদায়ে।
মস্তকে আছে আরো
কত গুলি গ্রন্থি।
শিরায় শিরায় জুড়ে আছে
করে আছে সন্ধি।
হাত পা চোখ মুখ
গলা আর জিভটা।
সব কাজ করে সেই
মাথা তার দেবতা।
চোখ বুজে মশা মারো
লেগে যাবে জায়গায়।
নার্ভাল সিস্টেমে এত
দ্রুত কাজ পায়।
এর মাঝে একটিও
করে যদি বেগড়বাই
গোলমাল হয়ে যাবে
শরীর বলবে বাই বাই।
===