ঢেলো নাগো দুধের ঘটি
মহাদেবের মাথায়।
একটু খানি দুধ পেলে
শিশু মরে না ক্ষুধায়।
মেয়েরা সব একজন করে
চলে যাও ফুটপাথে।
দেখবে কত ক্ষুধার্ত শিশু
খালি বাটি  হাতে।
ভাত ডাল গরুর দুধ
খায়নি ওরা বহুদিন।
ক্ষিদের জ্বালা সহ্য করে
মুখ হয়েছে মলিন।
উপোস করে একটা শিশুর
পেট ভরতে পারো।
তারপরে নয় দুধ জলে
স্নান করাবে আরো।
দেখবে শিব বর দেবে
তোমায় প্রান ভরে।
আনন্দেতে ভরবে মন
অশ্রু পড়বে ঝরে।
===