সুখের জলপ্রপাত
দেবপ্রসাদ জানা

সেদিন নীল আকাশে,মেঘ ছিল কালো।
মেঘের ভেলায় ছিল,বৃষ্টিতে সাজানো।
নীলাভ সাগরে তার ঢেউ ছিল ভালো।
জলের খেলায় মন কি করেছে জানো?

গোধূলি লগনে ঝাউ,বনটার ধারে,
মনের পাখিরা সব, দুষ্ট আচরণে।
স্তব্ধতার অন্ধকারে,কোমল অধরে।
সুস্বাদু আহার করি,ওষ্ঠ আকর্ষণে।

ঝড় উঠেছিল মনে,দেহের অঙ্গনে।
মিষ্টি হাওয়ায় চুল,হালকা উড়িয়ে।
অরজা প্রথম প্রেম,এসেছিল মনে।
বৃষ্টি মূখর গোধূলি গিয়েছে হারিয়ে।

সুখের জলপ্রপাত,হলো দেহ মনে।
প্রথম প্রেমের ফুল,ফোটে ঝাউবনে।