শুকনো পাতা
দেবপ্রসাদ জানা
  ৩১.৫.২০২১


অরুণ তরুণ স্বর, শুনি কান পেতে।
শুকনো পাতার বুকে,হয় আর্তনাদ।
বাতাসের তাড়নায় উড়ে যাবে রাতে,
পৃথিবীর মায়াজাল,করে না বিবাদ।


চরম সত্যের ফাঁদে,শুকনো পাতারা।
মিলিয়ে যাবে বাতাসে,দাবানলে পুড়ে।
কত যে চোখের জল,ফেলছে বেচারা।
বাতাসের হাত ধরে,ঘুরেছে আষাঢ়ে।


নিয়মের বেড়াজালে,জন্ম মৃত্যু ঘোরে
বড় হয়,বুড়ো হয়,ঝরে যায় শেষে-
তারপরে স্মৃতিগুলো মনের গভীরে
ধরে রাখার আপ্রাণ,চেষ্টা অবশেষে।


অকাল বোধন হয়,দাবানলে বন।
ক্ষমাহীন শাস্তি পায়,সবুজ কানন।।