যে বর্ষ জন্মায় নিজেই
সময়ের বাঁক ধরে ডাল পালা ছড়ায় নিজেই।
সে দুঃখ জানে না, সুখ মানে না,ভয় নেই
অসুখও নেই।
তার শরীর জুড়ে সহস্র সৃঙ্গার।
সে সিঁথিতে সিঁদুর পরে।
আলতা লাগায় পায়ে।
জন্মেই সে যুবতী, শিশিরস্নাত ভোরবসন্তের ফুল।
একটা বর্ষের আয়ু মাত্র একটি বছর।
তাই তোর অত্যাশ্চর্য অনন্যতায় প্রজন্মকে প্রজন্ম পার করে দ্বিধাহীন।
একটা বছরের প্রান তন্ময় নারীর মতো ভালোবেসে
কত শত জীবন তুমি প্রতিভাত করো,
আলোকিত করো।
যতই জীবনের স্তব্ধতা আসুক
পৃথিবী অসুস্থ হোক।
কুয়াশা যদি পীড়িত করেও বার বার
তুমি এসো নতুন রূপে প্রতিবার।
শুভ নববর্ষ।।