শৈথিল্য জ্ঞাপন
দেবপ্রসাদ জানা
২৫.৭.২০২১


নিথর কাঁপন লাগে,তারায় তারায়।
আত্মার অস্তিত্ব করে,সন্ধ্যায় আরতি,
বহুব্রীহি সমাসের,ছন্দ কেটে যায়।
লাবণ্য মল্লিকা যেন,রথের সারথী,


নোনাধরা শোক যেন,নীরব কান্নায়।
উল্লসিত কাঁচা প্রেমে,সোহাগী যাপন,
স্মরণে মননে ভীতি,আগুন লাগায়।
স্বতঃস্ফূর্ত নব স্বাদে, শৈথিল্য জ্ঞাপন।


হৃদয় সমুদ্রে ওঠে, উত্তাল বাতাস।
অগোছালো কোলাহলে তরঙ্গ হারায়।
অবুঝ বোধন ব্যথা,মধ্যাহ্নে প্রকাশ।
গভীর ঈশ্বরে মনে, বিশ্বাস জাগায়।

কারণে কারক যোগ,ধৈর্যের পতন।
বিবেচনা বোধ তার,করেছে আপন।