।।সোনা করে দাও।।
   দেবপ্রসাদ জানা
     ০৫.০১.২০২০


ভালোবাসার বেলুন গুলো ওড়াইনি।
সুতোটা বেঁধে রেখেছি,মনের আঙুলে
তোমার কারণে বৃষ্টি,ঝরতে চায়নি
প্রেম বেলুনটা,লাল রঙ যে ভরালে।


অভিমান শৃঙ্গসম হলে,নীলাকাশে
লাল রঙ ভরে যায়,গোধূলি বেলায়
অবুঝ মনটা তোকে,শুধু চায় পাশে
গোধূলির মতো মান,সহজে মেলায়।


চোখের ঝরা বৃষ্টিরা,ছুটি পেতে চায়।
নিঃশব্দে অন্তর বলে,আছি আমরণ।
জীবন তোমার সঙ্গ প্রাধান্যতা চায়।
প্রত্যাখ্যানে মনস্তাপ,কোরো না ধারন।


অভিযোগ অভিমান,আর অহঙ্কারে।
সোনা করে দাও মোরে,পরশ পাথরে।