বাঁ দিকে বুকের খাঁচাটায়
একটা আশ্চর্য প্রদীপ লোকানো আছে -
জলন্ত !
সে সব বোঝে -
ভালো।
অথবা মন্দ
রক্তের সঙ্গে তার ভারি দোস্তি।
স্রোত-স্রোতের ভিতর জীবন।
চললে ইহকাল
নইলে পরকাল
স্রোতের সঙ্গে ঝড় উঠলে
সুনামী-উত্তাল স্রোত-
ভিতরে ভিতরে বাঁক নেয় অজস্র -
প্রতি বাঁকে ব-দ্বীপ গুলোকে
ভাঙ্গতে যায় -
আশ্চর্য প্রদীপ খানা নিভে যায়।
হৃদয়কম্পন বন্ধ হয়ে যায় -
মৃত্যু।
বোধের মৃত্যু।
বোধের সঙ্গে জীবনের মৃত্যু।
  
======