।।শুধু উত্তরে।।
দেবপ্রসাদ জানা
১৩.০১.২০২১


উত্তরে উত্তর দিতে আরো কিছুদিন।
অপেক্ষায় প্রান পাখি,উড়ে যায় তবে।
হাওয়া ভর্তি বেলুন,উড়বে কিছুদিন।
ঘড়ির কাঁটাটা তবে, ধুকপুক কবে।


আরো উত্তরে যাই পাহাড়ের মাঝে।
দুই পাহাড়ের উষ্ণ ঐ উপত্যকায়।
নিদ্রা আসে অনায়াসে,প্রকৃতির মাঝে।
ঘিরে রাখা সুরক্ষিত, শীত উষ্ণতায়।


আরো উত্তরে অরণ্য, ঘন মহারণ্য।
নিঃশব্দ নির্ঝুম বনে,বিশুদ্ধ প্রকৃতি।
সবুজে সবুজ মেলা,ঘেরা, মুক্তারণ্য।
শুদ্ধ বিশুদ্ধ বাতাস,গজ সম গতি।।


উত্তরে উত্তর পেতে,আছি অপেক্ষায়।
সব ক্লেশ, শেষমেশ,লইবে বিদায়।