এ কোন অন্ধকারে হারিয়ে যাচ্ছি আমরা?
ঘুম থেকে উঠেই কি নদীর শব্দে পাখির ডাকে,
জেগে উঠি আর?
অনাচার -
তাকিয়ে দেখি সামনে অনাহার।
একটি রুটি থেকে তার অর্ধেক  কুকুর আর অর্ধেক মানুষ।
ফুটপাতে-
এই প্রভাতে-
কে যেন নিয়েছে সব
দিয়েছে অন্ধকার।
কীর্তি দি কে কারা যেন-
রাতের আধাঁরে -
ছিঃ -
জানো আজো বিক্রি হয় -
কাঁচা মাংস-
রাতের অন্ধকারে।
সস্তা দামে-
শোভা বাজারে - কেন?
কারা এরা?
অনাহারে
অবিচারে
অন্ধকারে-
সভ্য এ দেশ-
নদীর কিনারে বসে আমি
স্বপ্ন দেখছিলাম বর্ষা রাতে- ।
আর জাগব না জেনে  ও
কোনোদিন আসেনি সে
দিনের আলো নিভে যাবে
স্বপ্ন রবে জেগে।
অগাধ ঘুম আসবে নেমে
মৃত্যু সেতো অনায়াসে -
শান্তি সেতো কবে ই গেছে ছেড়ে।
ভোরের আলোচ্ছ্বাসে নিজেকে -
পৃথিবীর জীব বলে  মনে হয় না -
একবার ও-
পেয়েছি অসীম দুর্নিবার
বেদনার অজস্র উপহার
দেখেছি আমার আকাশখানা
কালো চাদরে মোড়া -
সূর্য জেগে উঠো,
আলো দাও।
পৃথিবীর মুখোমুখি হও আবার
পৃথিবীর পাপ মুক্ত করো।
আমার পৃথিবী  
আর্তনাদে-
আমাকে জাগাতে চায়?
  
======