সনেট (শেক্সপিয়ারীয় রীতি)
[কখকখ, গঘগঘ, ঙচঙচ, ছছ]


।। স্বাধীন পতাকা।।
   দেবপ্রসাদ জানা
      ২১.৮.২০২০


চারদিক ঝকমক লাল নীল আলো
এ পাড়ায় ও পাড়ায় সাজো সাজো রব
আকাশের গায়ে ওড়ে, ঘুড়ি এলোমেলো
ভোক্কাটা ভোক্কাটা কোরে, শেষ হবে সব।


কেন এই আয়োজন বলতে কি পারো?
চুয়াত্তরে স্বাধীনতা করিছে পালন।
উড়ছে পতাকা ওই, স্যালুট কি করো?
জাতীয় সঙ্গীত বাজে, করিয়া স্মরণ


বীর শহীদের রক্তে,রাঙা স্বাধীনতা
জন গন মন দিয়ে,করেছি সেলাম।
হিন্দু মুসলিম শিখ, বৌদ্ধের বারতা
চুয়াত্তরের পতাকা রক্তে ধুইলাম।


দুখে - সুখে জাগরনে,মোরা নয় একা।
গেরুয়া সাদা সবুজ, মাঝে তার চাকা।