উড়ে যাচ্ছে সব স্বপ্নের পাখিরা
ঝরা পাতার আক্ষেপ
বসন্ত এলে তাদের কেন ঝরে পড়তে হয়।
স্বপ্নের ভেতরে স্বপ্নরা পাখা মেলেছে।
আমি একা হচ্ছি ক্রমে।
আগুনের তাপ ও বাড়ছে ক্রমশ।
বরফ গলছে ।
আমাদের কি?
আছে গভীর চিন্তা।
সমুদ্র ডাকছে ভাবনায়।
তাকে যে ধরে রাখতে পারছে না তট।
স্বপ্নরা বাঁচবে আর মাত্র ত্রিশ বছর।
তারপর মৃত্যু।
পাখিদের বাসাও তলিয়ে যাবে
একদিন।
যে ঘুমে অল্প স্বপ্ন আসে,
সে ঘুম হারিয়ে যাচ্ছে -অদ্ভুত।
পৃথিবীর সত্তর ভাগ গ্রাস করে আছে জল।
আরো চায় সে।
রাহুর মতো সবটা গিলে ফেলতে চায়।
ফুল পাখি তুমি আমি আর -
স্বপ্নরা সব হারিয়ে যাবে জলের  তলায়।
===