স্বপ্নটা
দেবপ্রসাদ জানা
৬.৫.২০২১


স্বপ্নটা হারিয়ে যাবে,দেখতে দেখতে
সকালবেলায় আর স্মরণ করতে-
হবে না,কি দেখেছি?রাতভোর স্বপ্নে।
সাবধানে অন্য কিছু,মাথায় ঢোকার
আগে,ছাকনিতে ছেঁকে,ভাবনার সঙ্গে
লড়াই করে খুঁজতে হবে না,স্বপ্নটা।
কারণ সে আর এত সহজে আসে না।
সবাই স্বপ্ন দেখেছে,সকালবেলার
স্বপ্ন,কারো মনে থাকে,কারো মনে থাকে,
কারোর মনে থাকে না,কিন্তু স্বপ্ন আসে
ভাবনার পথ বেয়ে,রাতের আঁধারে-
চুপিচুপি। সকালের স্বপ্ন বাস্তব হয় কি?
কি জানি হয়তো কারো কারো বাসনায়
স্বপ্নটা এসে বাস্তব রূপে পাশে থাকে।