স্বপ্নভঙ্গ
দেবপ্রসাদ জানা
   ১১.৫.২০২১


আবার স্বপ্ন ভঙ্গের ব্যথা গুলো চেপে
ধরেছে বুকের বাম পাশে,হৃদয়ের
ভেতর,যেখানে রক্ত চলাচল করে।
অলিন্দের চারপাশে কালো অন্ধকার,
চরিত্রের নষ্ট কোষ, উদ্দীপিত হলো
সামান্য কারণে,নেশা চেপে গেল নষ্ট
ইন্দ্রিয় গুলোতে,ক্রোধ বস করে নিল
যত রক্ত কনিকারে, সক্রিয়তা বেড়ে
গেল হঠাৎ,মনের এক কোনে যেটা
বহুদিন,হৃদয়ের কঠিন পাথরে
চাপা দিয়ে রাখাছিল,তা আজ উন্মুক্ত।
শুধু অশান্তি বাড়ছে,অশালীন দ্বন্দ্ব
অকারণে ভিড় করে আসছে কন্ঠের
পথ ধরে,অগনিত নিরাশার স্বপ্ন।