তুমি যে ভালোবাসার কথা বলো,
জানো কত খরচ তাতে?
সিনেমার টিকিট আড়াই শো টাকা।
রেষ্টুরেন্টের বিল সাতশো টাকা।
ট্যাক্সি ভাড়া তিনশো।
তোমার তিন রঙের লিপষ্টিক ছয়শো।
আরে লজ্জা পাচ্ছো?
আরো আছে বাকি
বলব নাকি?
তাছাড়া
আজকাল তুমি কত বদলে গেছো জানো?
সেই আগের মতো তোমাকে  আর খুঁজে পাই না।
তোমার ভালোবাসায় আজকাল মেঘেরা ভিড় করেছে ।
তাদের নিয়েই এদেশ ওদেশ ঘুরে বেড়াচ্ছো।
সরলতার বড্ড অভাব তোমার  চোখে।
কই বছর খানেক আগেও তো তুমি এমন ছিলে না ?
তবে কী ভালোবাসা ফুরিয়ে যায় পয়সার অভাবে।
নাকি মনের চাহিদা কমে আসে?
আমার কথা শোনার জন্য
যে সারাদিন অপেক্ষায় থাকতে,
খুশি হতে অল্পেতেই।
সেই কথা গুলো আজ তোমায় বিরক্ত করে।
গভীর প্রেম -
আজ আরো গভীরে অন্ধকারে তলিয়ে গেছে।
তুমি বলবে -
আজো আমি একই আছি।
এ শুধু ধারনা তোমার।
তোমার ভালোবাসা আজ ঐশ্বর্য দেখে।
বিশাল বাড়ি, বিশাল গাড়ির স্বপ্ন দেখে।
হয়তো তুমি নিজেও বোঝ না।
আজকাল আমার কবিতা গুলোও তোমার অসহনীয় হয়ে উঠেছে।
এখন শুধু ভালো বলেই শেষ করো।
হয়তো ডিলিট ও করে ফেলো।
তাই নয় কি?