তিয়াত্তরে পড়লে মা গো
জননী স্বাধীনতা।
জন্ম দিলে গুটি কতক
অবাধ্য চঞ্চলতা।
নিঃসঙ্গ বৃক্ষের মতো  
একা দাঁড়িয়ে আজ।
দুঃখমগ্ন অসহায় জননী
কোথায় তব তাজ।
পাপ হিংসা বলাৎকারী
লালন করেছো কত।
অবাধ্য সন্তানের পাশে
নির্জন নদীর মতো,  
তুমি আর পৃথক বিচ্ছিন্ন
হয়ে, থেকো না মাগো
স্বাধীন স্বতন্ত্র হয়ও তুমি
আগুনের মতো জাগো।
খণ্ড খণ্ড করছো কেন
এক করে রাখো
অসৎ সঙ্গ থেকে সন্তানেরে
মুক্ত করে দেখো।
বোমা বাজি গুলি বাজি
বদ রাজনীতি।
পাপ তাপ অরাজকতা
যাবে রাতারাতি।
নির্জন নিস্তব্ধ মৌন পাহাড়
ভাঙো হাতুড়ি দিয়া।
শক্ত হাতে শাসন করো
নইলে ডুববে খেয়া।
তোমার ডাক শুনছে না কেউ
বৃদ্ধা তুমি বঙ্গে।
পাপ হিংসা ধর্ষক ছেলে
আর নিও না সঙ্গে।
আমরা যারা ভালো ছেলে
তোমায় ভালোবাসি।
নিজের কাছে ছায়ার মতো,
রেখো দাসদাসী।
একা হয়ে যেও নাগো মা
আমরা সঙ্গে রই।
লাঠি হাতে শাসন করো
বাজে যদি কই।
ঠুকুস ঠুকুস লাঠি হাতে
মা স্বাধীনতা।
তিয়াত্তরের বুড়ি চলে
অলস বিষন্নতা।
  
======