যার ইশারায় জগৎ চলে
তার সঙ্গে ঝগড়া আমার -
চন্দ্র সূর্য গ্রহ তারা -
আরো সঙ্গী আছে যারা -
তাদের সাথেও আড়ি -
যার কথাতে জগৎ গঠন-
যার কামনায় ইন্দ্র পতন-
সে কি নর না নারী?
যাই হোক সে লিঙ্গ ধারী
তার সাথে আমার আড়ি -
ভীষণ রকমের ঝগড়া।
আলেয়া হিক্কা টাইফুন যত
ঝড় বানানোয় পটু তত।
নীলাকাশে আয়ন চলে
বজ্র বিদ্যুৎ সবই ফলে
সব দেবতার অস্ত্র অনেক
চন্দ্র সূর্যের প্রতাপ শতেক
আগুন বানায় পুড়িয়ে মারে
মন্ত্রী যন্ত্রী তাকৎ হানে -
রাবন ছিল রাম ও ছিল
পরশুরামের কুঠার ছিল
বজ্র ছিল বান ছিল
হনুমানের গদা ছিল
তীর ছিল ধনুক ছিল
অগ্নি নামক বান ছিল
কাল বৈশাখীর ঝড় ছিল
ধুমকেতুর শক্তি ছিল
রামধনুর রঙ ছিল
রবি ঠাকুরের নোবেল ছিল
অভি অর্মত নোবেল পেল
তাদের দিলে সব -
আর আমাদের?
দিব্যি রেখেছ বাঁচিয়ে হেথায় অস্ত্রহীন
শক্তিহীন ক্লীবলিঙ্গ করে-
একটাও শক্তিশালী অস্ত্র নেই?
যার দ্বারা অশুভ অসুরদের
বধ করতে পারি -
আমাদের বেলা দুটো হাত?
হাতের সাথে শক্তি দাও-
বজ্র দাও বান দাও-
নইলে একটা গদা দাও-
পক্ষিরাজ ঘোড়া দাও-
শাপ দেওয়ার মন্ত্র দাও
ত্রিশুল দাও চক্র দাও
কিচ্ছু দেবে না?
যাও তোমার সাথে আড়ি।
===