কারা তোমরা?
কিলবিল কিলবিল করছো
পৃথিবীর গায়।
দু-পেয়ে অদ্ভুত জান্তব কঙ্কাল।
আর কি চাও?
পৃথিবীর কাছে?
সেতো একটা গ্রহ মাত্র।
গত কয়েক হাজার বছর ধরে -
ক্রমাগত শোষন,শাসন,অত্যাচার করেছ।
ফল নিয়েছ,ফুল নিয়েছ
বাতাস,প্রশ্বাস।
জীব,উদ্ভিদ,চ
জীবিত,মৃত
কি বাদ দিয়েছ?
কিচ্ছু না।
বদলে !
পৃথিবীকে দিয়েছ খরা,বিষাক্ত ধোঁয়া।
হাজারও জীবাণু।
নষ্ট করেছ জল,নষ্ট করেছ তার রূপ,
পর্বত ভেঙ্গে ইমারত-
পৃথিবীর বুকের ওপরে
যেখানে পেরেছ সিঁধ কেটেছ।
তার পেটের ভেতর থেকে টেনে বের করে এনেছ রত্ন ভান্ডার।
পৃথিবী তার সবুজ সন্তানকে বলিদান দিচ্ছে আজও।
কেন?
তাকেতো শেষ করেছ করেছ
আবার তার ভাইবোনদের ওপর নজর।
চন্দ্র,মঙ্গল এদেরও ছাড়বে না?
সেখানে ও চালাবে ধ্বংস লীলা।
ভেবো না পার পেয়ে যাবে।
সব প্রতিশোধ নেবে।
অত্যাচার আর সহ্য করবে না।
পৃথিবীর বুক চিরে যে রসদ-
ওই বুক ফেটে বেরিয়ে আসছে লাভা।
সুনামী আসছে ধেয়ে -
পৃথিবীর বুক চিরে জলের পর জল বের করার শাস্তি পাবে।
অপেক্ষা করো।
===