।।ট্রেনের হকার।।
দেবপ্রসাদ জানা
    ০৯.৯.২০২০


বেকার জীবন তার, গদাধর সেন
ঘরে নেই চাল ডাল,অনাহারে সব।
বউ বাচ্ছা কেঁদে মরে,চলে নাযে ট্রেন।
ভীত আর্তনাদে তাই,করে কলরব।


ট্রেনের কামরা তারে,রোজগার দিতো
জল বেচে দুইমুঠো,ভাত ছিল পেটে
সেই জলে পেট ভরে,তাছাড়া কি খেতো?
পাঁচমাসে সব গেছে,দিন নাহি কাটে।


হারিয়ে যাচ্ছে মানুষ,কে ধরবে কারে,
লাখ লাখ মানুষের,পেট চলে ট্রেনে।
ভাইরাসে যত মরে,বেশি অনাহারে
গদাধরের কান্নায় বাঁধন না মানে।


পৃথিবী ঘুরছে তবু বাঁচার আশায়,
কর্মহীন অনাহারে,মৃত্যু এসে যায়।