গাছ


এত দিন চুপচাপ
আলোচনা অল্প
এই বার শুরু হবে
তাকে নিয়ে গল্প ।

দেখা যাবে মরুভূমি
দেখা যাবে চোকখে
এসি খানা ছিল বলে
আজ তাই রোকখে ।

কেউ ডাকে ভগবান
কেউ বলে আল্লা
দরজাটা ভেঙে ফেলে
খুলে ফেলে পাল্লা ।

কেউ শুধু ডাব খায়
কেউ খায় ঠান্ডা
ছুটে চলে কাছে পিঠে
ছেড়ে দেয় পান্ডা ।

এর দায় বলো কারণ
কেন এত কষ্ট
গাছ পালা কেটে ফেলে
সব কিছু নষ্ট ।

তাই তাপ বেড়ে চলে
এই মনে শঙ্কা
বড়ো বড়ো গাছ পোঁতো
ছাদে ফুল লঙ্কা ।