।। উঁচুনিচু ।।
দেবপ্রসাদ জানা
১৬.৯.২০২০


চোখ থাকতে সবাই অন্ধ কেন বলো?
অবহেলা অত্যাচারে,যুগ যুগ ধরে -
পথের ধারে বস্তিতে,ওরা কারা বলো?
কেন তারা চিরদিন শুধু কাজ করে?


জবাব পাবে না কিছু,ওরা ওই ভাবে
সারাজীবন রাস্তাতে,জন্ম নেয় মরে।
ইট দিয়ে তিন ধারে,ভাঙ্গা হাঁড়ি রবে
তার নিচে আগুনের তাপ খুলে ধরে।


দুবেলার ভাত আর ফেলে দেয়া সব্জি।
ভারি অদ্ভুত মানুষ, পশুর মতন।
যাদের অন্যায় খাদ্যে ডুব দেয় কব্জি,
তারা কারা?ওরা সব মানিক রতন।


কিছু কিছু লোক,যারা শুধু কাজ করে।
তাদের কাঁধে পা রেখে,অন্যে চাঁদ ধরে।