সনেট (শেক্সপিয়ারীয় রীতি)
কখকখ, গঘগঘ, ঙচঙচ, ছছ

          ।। উপন্যাস।।
        দেবপ্রসাদ জানা
           ২৮.৯.২০২০

একটি চরিত্র কাঁদে ,শীতের শিশিরে
শিউলিকাননে ভাসে,প্রেম উপন্যাস -
দুষ্টু মিষ্টি গল্পকথা, অভাগী বধুরে-
প্রেম পরকীয়া গল্প ,আঁকে ক্যানভাস।

অশ্লীল চরিত্র,যাকে দিয়ে উপন্যাস -
ব্যাঙমা ব্যাঙমী থাকে,আগাগোড়া গল্পে
রোমাঞ্চ পরকীয়ার,অশ্লীল প্রকাশ।
নগ্ন যবনিকা চায় , নবীন  প্রকল্পে।

লাল গোলাপের খোঁজে,ব্যাঙমা কোথায়
উড়ে যায় অনায়াসে। রঙ হীন দেশে-
একটা লাল গোলাপ, যদি খুঁজে পায়।
সাদা গোলাপের দেশে,শুধু ভালোবেসে।

বুক চিরে, রক্ত ঢেলে,ঐ সাদা গোলাপে
উপন্যাসে যবনিকা টানে ধাপে ধাপে।