এ কিসের উৎসব |
ঢোলের তালে তালে নাচ্ছে সবাই।
কেন?
কিসের এত আনন্দ ভাই ?
মনুষ্যত্বহীন।
একদিকে লড়াই লাল লাল রক্ত।
দিকে দিকে আগুন দাউদাউ।
ঘর দোকান বাজার হাট জ্বলছে।
যেন প্রতিযোগিতা চলছে।
এক দল অন্য দলকে
ছাপিয়ে যাওয়ার প্রতিযোগিতা।
কেন?
এত যে দৈনন্দিন জিনিসের দাম আকাশ ছোঁয়া।
কোনো প্রতিবাদ নেই।
আমাদের ও নেই।
আমরা যে সাধারণ।
অতি সাধারণ।
প্রতিবাদ আমরা করতে পারি না।
সবাই ব্যবসা করছে।
লালে লাল হচ্ছে।
টিভি, রেডিও ইন্টারনেট সোসাল মিডিয়া
কাগজ সকলে ব্যবসায় মত্ত।
আগুন, ধর্ষণ, লুটপাট,
রাতের পরে রাত ভয়ে কাঠ।
এর মধ্যে উৎসব।
নিজের ঘরে অরক্ষিত।
ক্রমশ দানা বাঁধছে।
উত্তপ্ত কড়াই এ চিনির রস।
শীতের খেজুর রস।
লাল হচ্ছে,গুড়ের জন্য তৈরী হচ্ছে রস।
কে বা কারা ক্রমশ আগুনের ইন্ধন জোগাচ্ছে।
হ্যাঁ সেই ভাবেই দানা বাঁধচ্ছে লড়াই।
তোমার সঙ্গে আমার,
তাদের সঙ্গে আমাদের।
কেন?
কেন এ লড়াই?
ভায়ের সঙ্গে ভাই এর।
মাটি লাল হচ্ছে।
নষ্ট হচ্ছে সম্পত্তি।
দেশের সম্পত্তি।
===