কইরে ভাই?আয়রে সোনা
ওরে আমার চাঁদের কোনা
কই ভাই কোথায় গেলি?
বসে আছি কাজ ফেলি।
আয়রে ভাই তাড়াতাড়ি
ফোঁটা দিয়ে যাব বাড়ি।
রান্না আছে বাবুর বাড়ির
পাড় বসাব নতুন শাড়ির।
সেলাই করে টাকা কটা
তাই এনেছি দেবো ফোঁটা।
চাই না আমি নতুন শাড়ি
তার জন্যে করলি আড়ি।
রাগ করে থাকিস আর
দুশো টাকা করে ধার।
ফোঁটা দিয়ে যাব এবার
কষ্ট দিলে আমায় মার।
ওরে ভাই কথা শোন
বসে আছি একটা বোন।
প্লেট ভরে মিষ্টি দেবো
তোর থেকে প্রনাম নেবো।
বাপমা মরা ভাইটি আমার
আদর ছাড়া দেবো কি আর?
ভালোবাসায় ভরিয়ে দেবো
যমে দোরে কাঁটা দেবো।
আয় না ভাই আছি বসে
বসে তো আছি চন্দন ঘসে।


নিতিন খুঁড়ো বলল এসে
ভাইটা যে তোর মরল শেষে
চাপা দিল রেল গাড়ি
হাতে ছিল একটি শাড়ি।
===