ভালোবাসা কই
দেবপ্রসাদ জানা


আসেনি নজরে প্রেম, শ্রাবনের মাসে।
প্রশ্ন এসে,প্রশ্ন করে,প্রেমিকার কাছে।
ভালো আছো প্রিয়তমা,অবাধ্য সন্ত্রাসে?
মন নেই হৃদয়ের,ভালোবাসা আছে।


তবু দেখো অনাদরে,ভোলানো কি যায়?
অনায়াসে দেহখানি,দেহে এসে পড়ে,
সময়ের সঙ্গে নদী,বয়ে গেছে হায়।
নিরীহ হৃদয়ে প্রেম, আষ্টেপৃষ্ঠে ধরে।


কান্না চেপে দুটি চোখ,বলে কেঁদে কেঁদে
একদল প্রবঞ্চনা,পাতে পড়ে সই,
শান্ত প্রেমের হৃদয়,কষ্ট বুকে বেঁধে-
সম্পর্কের বলি দেয়,ভালোবাসা কই?


কিআছে জীবনে আর,ভালোবাসা ছাড়া।
সমাজের  দোলাচলে,প্রেম সাথি হারা।