ঘর বাঁধা কি এতই সোজা?
যেখানে ইট পাথরের দেওয়াল
যেখানে অর্থ প্রাচুর্য
যেখানে মাথার ওপর কংকৃটের ছাদ।
পায়ে চলা পথ তাও ধুলাহীন।
শীততাপ নিয়ন্ত্রিত সুসজ্জিত ঘর।
সেখানে ভালোবাসার আলাদা দিন হয়।
একটি দিন।
ভ্যালেনটাইন ডে।
সেখান ঘর বাঁধে দুটো যান্ত্রিক মানব।
কিন্তু আমার এই ছাদহীন,
দেওয়াল বিহীন গাছতলা !
যেখানে আকাশ মাথায়।
দিনের বেলায় স্বপ্ন আঁকে।
শুধুই ভালোবাসার সান্নিধ্য চায়
তার আড়াল করে রাখা হৃদয় -
তার বন্দী করা হৃৎপিন্ডটা
বারবার ক্ষতবিক্ষত হয়ে দগদগে্ যন্ত্রণায়-কাৎরায়।
তার নয়নাবারির অপেক্ষায়।
তার সোহাগে সিক্ত হতে গিয়ে
মনকে অনেকখানি নগ্ন করে ফেলি।
শূন্যতাকে পূর্ণতা দেওয়ার অনিচ্ছাকৃত লুকোচুরিতে
হৃদয় টা বুঝতে শুরু করে।
সেখানে থাকে কি কোনো ভালোবাসার নির্ধারিত দিন।
সেখানে প্রতিদিনই ভ্যালেনটাইন ডে।
ভালোবাসার দিন।
ঘর বাঁধার দিন।
===