তোমার হাতে আমার
ভালোবাসার মৃত্যু।
আমি জানি তুমি আমায়
সব বলো না - সত্যি।
বলোও নি তাও সত্যি।
অরিন্দম তোমাকে কতটা-
হ্যাঁ কতটা ভালোবাসতো
জানি না।
তবে বাসতো।
কত টাকা?
ঠিক কত টাকা
দিয়ে ওর থেকে রেহাই -
পেয়েছিলে?
জানি না।
দশ বলেছ।
হ্যাঁ দশ হাজার।
আমি জানি।
এটা তোমার
আর অরিন্দমের
সহজ বোঝা পড়া।
ছবি গুলোর -
হ্যাঁ যে গুলো দিয়ে
অরিন্দম টাকা আদায় করতো।
হ্যাঁ আমি জানি তুমি
না বলবে।
কারন যে বাঁধনে -
তোমায় বেঁধে রেখেছে -
তার থেকে তোমার ছাড় পাওয়া দুষ্কর।
হুঁ তুমি মানো আর না মানো
তোমার টাকা কি ভাবে
সরে যাচ্ছে বুঝি।
আগে আমার ঘাড়ে চাপিয়ে
ওকে দিয়েছ।
আজো দিচ্ছো।
আমাকে ভালোবাসো,
কিন্তু মনের কথা - ব্যথা বলো না।
হ্যাঁ বলোনি কোনোদিন।
ভয় ! অদ্ভুত !
তুমি আজো বলোনি
ঠিক কত টাকা দিয়ে -
ছাড় পেলে।
আসলে ফেঁসে গেছো।
ছবি গুলোর জন্য -
ঠিক কত দিয়েছিলে -
কিসের এত আন্ডারস্ট্যাডিং।
আসলে বিন্দু মাত্র
সহানুভূতি
নেই তোমার।
ভালোবাসা তো অনেক দূর।