(এক)
আমি যদি তোমার প্রেমিক হতে পারতাম।
তবে একটা জবরদস্ত উপহার কিনে দিতাম এমন একটা,
যেটার জন্য তুমি আমার গালে এঁকে দিতে চুম্বন।
এত ভালোবাসতে আমায় আমার রাত্রি সব দিন হতো।
আমি যদি তোমার মাথায় চুলের ভাঁজে,
একটা গোলাপ গুঁজে  দিতাম।
তবে আমায় তুমি জড়িয়ে ধরে রাখতে। আমি যদি
তোমায় নিয়ে একটা কবিতা লিখতাম,
তাহলে আমাকে কত আদরই না করতে।  
আমি যদি তোমায় নিয়ে একটা গান বাঁধতাম।
তবে তোমার আমার আজ মিলন হতো রাতে।
তোমার জন্য যদি একটা রঙিন আকাশ তৈরী করতাম,
আর সেই আকাশে পাখি হয়ে ভালোবাসা খুঁজে আনতাম।
তোমার জন্য যদি একটা রাজপ্রাসাদ গড়তাম,
তবে তোমায় নিয়ে একটা নতুন ঘর বাঁধতাম।
কিন্তু কোনোটাই যে আমার সাধ্যে নেই।
(দুই)
থাক না ভালোবাসার কথা
স্বপ্ন একেঁ কি হবে?
অন্তরে জমাট বাঁধুক না অশ্রুবারি,
তোমার তাতে কি হবে?
দূরে কোনো ধান ক্ষেতে
হারিয়ে যাক ভালোবাসা,
ভালোবেসে তোমায় দেবো
নানান মানের দূরাশা।
না হয় আমি আসবো না আর
তোমার দেওয়া হৃদটি নিয়ে
মনের খাঁচায় ভরে নিও মনের
মতো আঘাত দিয়ে।
মৃত্যু হোক ভালোবাসার
নিশুতি নিঝুম রাতে।
ঝিঁঝি পোকা ডাকুক না
অন্তহীন,কোমল প্রাতে।
প্রেম না হয় কাব্য ছাড়ুক
অনন্ত ব্যথা সয়ে।
দেহহীন হয়ে যাক ভালোবাসা
প্রেমের মৃত্যু বয়ে।
(তিন)
কোন কারাতে বন্দী করলে প্রিয়া
ভালোবাসার মন?
আন্দামানে? সেলুলার জেলে?
কোন আকাশে উড়িয়ে দিলে
নির্বাক প্রেমের পাখি?
কার গলাতে ঝুলিয়ে দিলে
হৃদয়সোনার নেকলেশ?
কোন আগুনে পুড়িয়ে মারলে
সরল হাসির ঘর?
কেন তুমি হলে প্রিয়া এমন স্বার্থপর?
===