বিচারক কহে, বাপু জানত হে
পড়িবে গলায় ফাঁসি।'
শুনি প্রিয়লাল,এই মোর হাল
বলেছি ভালো বাসি।
রাখিতে মান, করি বলিদান
ফাঁসি দিয়ে দিন আজি।
ওয়াট্সঅ্যাপে আর, করিব না প্যায়ার
দিব্যি দিক যত পাজি।
মৃত্যু তুচ্ছজ্ঞান। সেতো ধ্যান ঞ্জান
তারে যে ভালো বাসি।
জগতের তরে,লোক থরে থরে
প্রেম আছে রাশি রাশি।
শ্যামের গরিমা, ভুলিলে কি মা
তুলনা নাই যে তার।
তার তরে প্রেম,মোর তরে গেম
তাই হলো মোর হার।
শুনি বিচারক করে বক বক
ওয়াটস্অ্যাপে প্রেম মানা
এ রাজার দেশে, প্রেম করে বসে
করে দেওয়া হয় কানা।
শুনি প্রিয়লাল,এ কেমন চাল
ফাঁসি তবে কেন মোরে
বিচারক বলে,ফাঁসি ভিডিও কলে
পাবি না ছাড়া একেবারে।
তোর মৃত দেহ,পাবে নাকো কেহ
কুকুরে খাওয়ানো হবে।
কত কি করিলি,তাইতো মরিলি
আর রইলি না ভবে।
প্রিয়লাল বলে, এ কেমন কলে
ফেঁসেছি এ সংসারে,
ছোটো রানী যদি,বলে নিরবধি
দেখিতে চাহি তোমারে।
তাই ভিডিও কলে,সারাদিন চলে
দেখাদেখির পালা।
কি করি আর,যার কপাল যার
কহিব কি যাবার বেলা।
বিচারক হানে,কটুকথার বানে
অনেক করিলি আদর।
দুই দিন পরে,ছোটো রানীর ঘরে
শেষ দিন হবে তোর।
হাসি প্রিয়লাল,ফাঁসি হোক কাল
মাঝে কেন দিন ছাড়ো।
অপরাধী আমি,বি পথে গামি
যত পারো মোরে মারো।


==========