কে তুমি বজ্র কন্ঠে উচ্চারণ করো
"মুচি মেথর দরিদ্র ভারতবাসী আমার ভাই"
কে তুমি স্বপ্ন দেখো সোনার ভারতের?
কে তুমি?
কে তুমি?
বলো ভাবিও না,
তোমরা দরিদ্র বলে বন্ধুহীন।
কে তুমি মহামানব বলো -
"তোমার অন্তরাত্মা ভিন্ন দ্বিতীয় কোন শিক্ষক নাই"।
কে তুমি গেরুয়াধারী?
"ধর্ম সাধনার উপায়কেই ধর্ম বলো ধর্মকে নয়"।
কে তুমি যুগনায়ক?
"জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর"।
কে এমন আছে যে ডুবে যায় মানব সাগরে।
তুমি কি সেই সিমুলিয়ার দামাল ছেলে নরেন্দ্রনাথ?
তুমি কি সেই বীরেশ্বর?
ডাক নামে বিলে?
বুকের মধ্যে
বাজল কাঁসর,
বাজল মাদল,
উঠলো গানের ছন্দ।
তুমি যে আর
কেউ নয় গো
আমাদের বিবেকানন্দ।