হুট করেই  নামলো ভীষণ ঝড়,
প্রিয় আকাশটা হঠাৎ যেনো অনেকখানি পর,
তুই ছাড়া আজ আমার এই দুইচালা ঘর,
শূন্যে ফিরে স্মৃতি হাতড়ানোই শেষ সম্বল অতঃপর ।
আছিস কেমন তুই ?
আমি কিন্তু এখন রাত বারোটার আগে শুই,
আগে রাত জাগলে কি রাগ করতি তুই,
এখন তাড়াতাড়ি ঘুমোই কারণ স্বপ্নে যে তোর হাতটা প্রতিনিয়তই ছুই।


তোকে খুব ভালোবাসে তো তোর বর ?
অফিস থেকে ফোন দিয়ে খবর নেয় ঘন্টাখানেক পর পর ?
ছুঁতো পেলেই হাতটা ধরে? তাকায় তোর চোখে?
ভয় পেলে কি মুখ লুকোস ওর লোমশ বুকে?
বৃষ্টি হলে ভিজে তোকে নিয়ে ?
তোর সাথে সময় কাটায় অফিস কামাই দিয়ে?
শুনেছি তো ভালো লিখে, তোকে কবিতা লিখে দেয় ?
তোকে কখনো ছাড়ার ভয় দেখায়না তো, বলেনা তো বিদেয় ?


শুনেছি সুখেই আছিস খুব,
আমিই কেবল দিয়ে ফেলেছি বিষন্নতায় ডুব,
এখন শুধু বেঁচে আছে আমার দুইচালা এই ঘর,
তুই-বিচ্ছেদের রাতটা ফুরালেও ফুরায়না রাতের ঝড়৷


২৮ই আগষ্ট, ২০২০
হবিগঞ্জ