বড্ড ছন্নছাড়া তাই ইচ্ছে করেই জোৎস্নায় গা ভাসাইনি,
তবে অমাবস্যার কৃষ্ণদশায় প্রহরের পর প্রহর গুনেছি,
অন্ধকার দেহে মাখলেও বুকে রাখিনি ।


কবিদের মতো শব্দজাল বুনার সাহসটুকু জোটেনি কখনোই,
কিন্তু শ'খানেক বিচ্ছিন্ন অব্যক্ত বিষ্ময় ;
প্রেমিকা হয়ে উঠতে কোনোরকমের ছাড় দেয়নি ।


যেহেতু বোহেমিয়ান সেহেতু ঘর বাঁধিনি,
তাই বলে যে ঘর বাঁধার ইচ্ছে একেবারেই নেই তা নয়,
কেবল ঘটা করে প্রকাশের অধিকারটা মেলেনি ।


প্রেমিক হতে কোনোকালেই চাইনি,
তবে গোধূলির কিংব সন্ধ্যায় কারো পাশে হাঁটার অনিহা বোধ হয়নি,
বৃষ্টি এলেই ট্রামে করে বাড়ি ফেরার তাড়া জাগেনি ।


পথ ফুরিয়ে যাক সেটা কখনো চাইনি,
কারণ -
প্রিয়েতা, তোমার দু'তলা বাড়িটা এখনো খুঁজে পাইনি,
বাড়ির ভেতরের রুমটাতে যে এখনো নীলমেঘ পৌছায়নি,
তার যে আজো আকাশ দেখা হয়নি ।



৩রা মে, ২০২১
হবিগঞ্জ