পাগলিকে প্রতি সকালেই দ্যাখে অলীক, রাস্তায় বা পার্কে,
বরাদ্দ গোটা একটা কেক।  অনেকেই প্রশ্ন করেছে - কি পাও?
অলীক নিরুত্তর - ভিতরের আনন্দের প্রকাশ মুখে নিতে নেই।


আজও ভোরবেলা উঠে পার্কে গেছে, পাগলির দেখা নেই
পরপর পাঁচদিন পাগলির দেখা নেই!
অতিব্যাস্ততা ভুলিয়ে দেয় পাগলির না থাকা।


অতিমানিতায় ক্লান্ত শরীর রাত্তিরে বিছানা চায়
পেতে চায় সম-দম-নিয়মের বাইরের যা কিছু
রাত্তির একাকী ডাকে পাগলি…. ও পাগলি…।
  
আচমকা ঘুম ভাঙে অলীকের, ভোর হলো,
বাইরে বেরোনোর সময় হলো
আজ রবিবার, পাগলিকে খোঁজার দিন।