ভয় হয়, ভয় হয় একাকী বাতাসে
ফাঁকা লাগে অসীমে দাড়ালে
বড়ই ছোটো বোধ হয় সবুজ অনন্তে
তবুও তুমি একলা দাড়ায়ে
তীব্র একাকীত্বেও স্থির
কি করে??


সুন্দর একাকী
সৌন্দর্যে একলাটি
লৌহবর্মসম দৃঢ়
গুরুগম্ভীর    
হাঁটি-হাঁটি পা-পা ভাবি যাব তোমার দোরে
কিন্তু হয় কই? সাহস নেই
ভয় হয়, যদি হারিয়ে যায়…


অনাদি অনন্তে তুমি ছিলে -
ছিলে সাক্ষী কতশত
উথাল-পাথালের
জীবন-মরণের ..

সময় বয়ে যায়
সবেগে দূরান্তে
শুধু তুমি স্থির
অসীমে-সসীমে
লৌহবর্মসম দৃঢ় এ ভুবনে।