টুনটুনির গান বসন্তের প্রাণ
ফুরালে মান হবে খানখান
হারাতেই চাই, হারায় কোথায়
সবুজের অলংকার সীমাবদ্ধ ক্রমশ
সভ্যতার দাপাদাপি আন্তরজাল বিস্তার
চড়ুই-এর সংহার মানুষের বিহার

শীতের দুপুর আলসেমির রেশ
পুরোনো দিনের স্মৃতির আবেশ
মা’র চিৎকার স্নেহের ডাক
ক্যারাম-এর ঘুটি গ্রীষ্মের ছুটি
এলোমেলো চিন্তা একাকী মনটা
  
অতি বন্ধু অলক্ষে বাড়ে
মোহময়ী জাল বিছায় আড়ে
প্রেমিক যুগল শাল জঙ্গল
শকুনির বল এক দংগল
নীরব জুড়ি সরব বুড়ি
  
পাখিদের গান সময়ের তান
প্রেমের আবেশ ঘনঘোর কেশ
শীতলপাটি শুকনো দাওয়া
শীত ফুরালে গরম হাওয়া
ভিজলে প্রেম শুকায় যায়
নিত্য-সিদ্ধ-বুদ্ধ যে তাই    
সূয্যি ঢলে সময়ের কোলে
একলা বুড়ি অস্তাচলে।